33966

04/05/2025 জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী

জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১২

প্রদর্শনী-২০২৫"-এর আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন এ প্রদর্শনীর আয়োজন করে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দিনব্যাপী ইউনেস্কো বই প্রদর্শনী চলছে।

জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের অফিস সেক্রেটারি জাবেদ চৌধুরী জানান, প্রদর্শনীতে ইউনেস্কোর প্রকাশিত সারা বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ভিত্তিক ও তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্রান্ত বই ও জার্নাল এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনাসমূহ স্থান পেয়েছে।

তিনি বলেন, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ইউনেস্কো সংস্থাটি দীর্ঘদিন ধরে সারা বিশ্বে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সাথে ইউনেস্কোর সম্পর্ক আরো ঘনীভূত হবে। ইউনেস্কো ক্লাবের উদ্যোগে ৯ম বারের মত এ ধরনের প্রদর্শনীর আয়োজন এটা।

সকালে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]