34014

04/05/2025 ‘বেশির ভাগ জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে’

‘বেশির ভাগ জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে’

নিজস্ব প্রতিবেদক

১ মার্চ ২০২৫ ১৭:৪৫

রোজায় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সে দিকে সরকারের প্রধান ফোকাস থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে বেশির ভাগ জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে আছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব জানান, সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, সরকার ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। বিএনপি হয়ত সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছে।

এ সময় তিনি জানান, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শিগগির শুরু হবে। সেখানে নির্বাচনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]