34052

04/05/2025 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সফল সমাপ্তির প্রতিশ্রুতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সফল সমাপ্তির প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

৩ মার্চ ২০২৫ ১২:১০

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সফল সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এ প্রতিশ্রুতি দেন।

রোববার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচেভের বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্রসচিবকে অবহিত করেন রাষ্ট্রদূত। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্র সচিবকে জানান। রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল সমাপ্তি করার বিষয়ে রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, এই প্রকল্পে নিরাপত্তা, গুণমান এবং আন্তর্জাতিক মান মেনে করা হচ্ছে।

পররাষ্ট্র সচিব বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে রাশিয়ার অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত সমাপ্তির উপর অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ।

জসীম উদ্দিন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থের বেশ কিছু আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]