34094

03/12/2025 ২১ এপ্রিল থেকে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন

২১ এপ্রিল থেকে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ ২০২৫ ১৬:১৫

ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ২১ এপ্রিল এই রুটে ফ্লাইট চলাচল করবে।

ফ্লাইটটি সপ্তাহে পাঁচ দিন রোববার সোমবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে।

নিজেদের ভেরিফাইড পেইজে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট সপ্তাহে ৫ দিন দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে বিকেল ৫টা ১০ মিনিটে রিয়াদে পৌঁছাবে।

অন্যদিকে, রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে পরদিন ভোর ৪টায় ঢাকায় অবতরণ করবে।

নতুন এই রুটটি মূলত মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে সংস্থাটি সৌদি আরবের জেদ্দাসহ মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, মাস্কাট, আবুধাবি, শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ভবিষ্যতে দাম্মাম, লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য ও ২০২৭ সালের মধ্যে নিউইয়র্ক ও টরেন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]