34101

03/12/2025 আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কিনা, বুঝবেন যেভাবে

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কিনা, বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৫ মার্চ ২০২৫ ১২:১৭

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে এই অ্যাপে। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনেক ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো রাখতে একের পর এক ফিচার নিয়ে আসছে। বিশেষ করে সুরক্ষার দিক দিয়ে।

যদিও হ্যাকাররা নানাভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। আপনার অ্যাকাউন্ট লুকিয়ে অন্য কেউ ব্যবহার করছে কি না তার খোঁজ রাখেন কি? কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে বা অন্য কোনো ডিভাইসে খোলা রয়েছে কি না।

জেনে নিন পদ্ধতি

১. প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এবার ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
৩. সেখানে ক্লিক করলেই ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন।
৪. বেছে নিন লিংকড ডিভাইস অপশন।
৫. এতেই দেখতে পারবেন, কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে।
৬. সেখানেই মিলবে লগ আউট অপশন। আপনার ইচ্ছে মতো যে কোনো ডিভাইস থেকে লগ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেভাবে

১. সেটিংসে গিয়ে অন করুন টু স্টেপ ভেরিফিকেশন।
২. কারো সঙ্গে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কোনো ওটিপি শেয়ার করবেন না।
৩. যে ডিভাইসগুলো ব্যবহার করেন না সেগুলোতে অযথা হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]