34117

04/05/2025 জিনিসপত্রের দাম আরও কমা প্রয়োজন, কিছু মানুষের কষ্ট হচ্ছে: অর্থ উপদেষ্টা

জিনিসপত্রের দাম আরও কমা প্রয়োজন, কিছু মানুষের কষ্ট হচ্ছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

৫ মার্চ ২০২৫ ১৫:১৯

জিনিসপত্রের দাম আরও কমা প্রয়োজন, কিছু মানুষের কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। তবে আরও কমানোর চেষ্টা করছে সরকার। কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি। জিনিসপত্রের দাম আরও কমা প্রয়োজন। কিছু মানুষের কষ্ট হচ্ছে সেটা আমরা মানি।’

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

ব্যবসা–বাণিজ্য কমে গেছে, বেকারত্ব বেড়েছে এমনটা জানিয়ে উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, ‘বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার।’

উপদেষ্টা বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।

উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, ‘আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান যোগানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]