3413

04/03/2025 অটোরিকশায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩

অটোরিকশায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩

জেলা সংবাদদাতা, নেত্রকোনা

১১ এপ্রিল ২০২১ ২০:০৯

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোরিকশায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন অটোরিকশাচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তিন চালককে আটক করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) বিকালে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রেন্টিতলা মোড়ে ঘটনাটি ঘটে।

আটক তিন চালক হলো— কেন্দুয়া উপজেলার দামিনা গ্রামের শহীদ মিয়ার ছেলে আবু রায়হান (২৭), রামপুর-ভরাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আসাদুল (২৫) এবং সান্দিকোনা ডাউকী গ্রামের জিলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৩)।

জানা যায়, ওই ছাত্রী আত্মরক্ষার জন্য অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়িত তিন অটোচালককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ অটোচালকদের থানায় নিয়ে যায়।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, শনিবার বিকালে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রেন্টিতলা মোড়ে ঘটনাটি ঘটে। ঘটনার সময় স্থানীয় জনতা তিন অটোচালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ সন্ধ্যায় তাদের থানা হেফাজতে নেয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

 

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]