রমজান মানেই ঈদের জন্য অঘোষিত অপেক্ষার শুরু। ঈদকে ঘিরে নানা ভাবনা থাকে অনেকের। রোজায় হঠাৎ জীবনযাপন আর খাদ্যাভ্যাসে পরিবর্তন হওয়ায় প্রভাব পড়ে ত্বকে। কিন্তু ঈদে চাই জেল্লাদার ত্বক।
অনেকে জাপানি বা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে অযথা টাকা নষ্ট করেন। গাদা গাদা রাসায়নিক দেওয়া প্রসাধনী মেখে ত্বকের বারোটা বাজান। তার চেয়ে বরং ত্বকের যত্নে উপযুক্ত উপাদান বেছে নিন।
ত্বকের গোপন রহস্য আর্দ্রতা
সুন্দর ত্বকের গোপন রহস্য হলো আর্দ্রতা। ত্বকে আর্দ্রতার অভাব হলে নানারকম সমস্যা দেখা দেয়। অল্পবয়সে ত্বক বুড়িয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে রক্ত চলাচল না করলে ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখা জরুরি।
মসৃণ ত্বক পেতে মাখুন গ্লিসারিন
‘ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজি’-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, ত্বক মসৃণ ও জেল্লাদার করতে সবচেয়ে বেশি কার্যকরী উপাদান হতে পারে গ্লিসারিন। এটি ঠিকমতো ব্যবহার করতে পারলে শুষ্ক ত্বক নরম ও মসৃণ হবে অল্প কদিনেই। গবেষকেরা জানাচ্ছেন, গ্লিসারিনের সঙ্গে যদি ভিটামিন সি পাউডার বা সিরাম মিশিয়ে নেওয়া যায়, তা হলে ত্বকের জেল্লা ফিরবে খুব তাড়াতাড়ি।
প্রয়োজন ভিটামিন সি সিরাম
অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর একটি উপাদান ভিটামিন সি সিরাম। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এটি। ত্বকের দাগছোপ বা ‘পিগমেন্টেশন’-এর সমস্যাও দূর করতে পারে।
গ্লিসারিন আর ভিটামিন সি সিরাম একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে, ত্বকের ব্রণ-ফুসকুড়ির মতো সমস্যা দূর হবে। সেসঙ্গে আপনি পাবেন জেল্লাদার ত্বক।
কীভাবে মাখবেন?
এক চা চামচ গ্লিসারিনের সঙ্গে আধা চামচ ভিটামিন সি পাউডার মিশিয়ে নিন। এর সঙ্গে দুই চামচ পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। রাতে ঘুমানোর আগে এই মিশ্রণ অল্প পরিমাণে মাখলে ত্বক হবে মসৃণ।
আধা চামচ গ্লিসারিনের সঙ্গে আধা চামচ ভিটামিন সি সিরাম মিশিয়ে নিন। তার সঙ্গে আধা কাপের মতো গোলাপ জল মিশিয়ে তা স্প্রে বোতলে ভরে রাখুন। কোথাও যাওয়ার আগে মুখে এই মিশ্রণ স্প্রে করে নিলে ক্লান্তির ছাপ দূর হবে নিমিষেই।
এক চামচ গ্লিসারিনের সঙ্গে আধা চামচ ভিটামিন সি পাউডার আর ১ চামচ দই মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে হবে। সপ্তাহে দু’দিন মাখলেই মিলবে উপকার।