34248

03/12/2025 চট্টগ্রামে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম ব্যুরো

৯ মার্চ ২০২৫ ১৬:২৫

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো আমিন জুট মিল এলাকায় কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (৯ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, দুপুর ২টা ৫৮ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। প্রাথমিকভাবে কয়েকটি দোকানে আগুন লেগেছে বলে শুনেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি, কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশনের মোট ৬টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]