34272

03/12/2025 ফোনের তাপমাত্রা কতটা বাড়লে বিস্ফোরণ ঘটে?

ফোনের তাপমাত্রা কতটা বাড়লে বিস্ফোরণ ঘটে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১০ মার্চ ২০২৫ ১২:৪১

স্মার্টফোন অত্যাধিক গরম হলে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যেতে পারে। আপনার ফোনের স্বাভাবিক তাপমাত্রা কত তা অনেকেই জানেন না। পাশাপাশি এও জানেন না ফোনের তাপমাত্রা কতটা বাড়লে বিস্ফোরণ ঘটতে পারে।

শীতের পর এবার গরমে বাড়তে পারে ঝুঁকি

শীত চলে যাওয়ার জন্য প্রস্তুত। গ্রীষ্ম এখন দরজায় কড়া নাড়ছে। এমনিতেই দেশের অনেক অঞ্চলে প্রচণ্ড গরম পড়ে। এই অবস্থায় স্মার্টফোনের মতো যেকোনও ডিভাইসের গরম হওয়া খুবই সাধারণ ব্যাপার। তবে বেশি গরম হলে ফোন ফেটে যেতে পারে। অতএব, আপনাকে এটি একটি নিরাপদ তাপমাত্রায় স্মার্টফোন রাখতেই হবে। আসুন জেনে নিই ফোনের তাপমাত্রা কেমন হওয়া উচিত। অতিরিক্ত গরম হলে কী করবেন।

ফোনের তাপমাত্রা কত হওয়া উচিত?

ফোন কোম্পানিগুলো বলে যে ফোনটি চার্জ করার সময় বা ব্যবহার করার সময় চারপাশের তাপমাত্রা ০-৩৫ ডিগ্রির মধ্যে থাকা উচিত। বেশি তাপমাত্রা এটিকে গরম করতে পারে, এমনকি বিস্ফোরণ ঘটাতে পারে। তাই আপনার ফোন যদি খুব বেশি গরম হয়ে যায়, তাহলে চেষ্টা করুন ঠান্ডা জায়গায় নিয়ে আসার।

এখনকার স্মার্টফোন অতিরিক্ত গরম হলেই সতর্কবার্তা দেওয়া শুরু করে। এই ফোনগুলো তাপমাত্রা কমাতে স্বয়ংক্রিয়ভাবে অনেকগুলি বৈশিষ্ট্যও বন্ধ করে দেয়।

ফোন অতিরিক্ত গরম হলে কী করবেন?

প্রথমত, গরম জিনিস থেকে দূরে রাখুন। ফোন চার্জ করলে বালিশের নিচে রাখবেন না। এতে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফোনটি বেশি গরম হলে, এটিকে একটি সমতল, ঠান্ডা এবং খোলা জায়গায় রেখে দিন। কিছুক্ষণ পর এর তাপমাত্রা কমবে।

ফোন বন্ধ করুন

ফোন অতিরিক্ত গরম হলে কিছু সময়ের জন্য বন্ধ করে দিন। এটি বন্ধ করলে এটি তাদের দ্রুত ঠান্ডা হতে সাহায্য করবে। প্রয়োজন না হলে ফোন বেশিক্ষণ বন্ধ রাখুন।

অব্যবহৃত অ্যাপস বন্ধ করুন

ফোনের সিপিইউ গেমিং, অগমেন্টেড রিয়েলিটি ফিচার এবং জিপিএস নেভিগেশন ইত্যাদি ব্যবহার করার সময় খুব বেশি চাপের কাজ করে। এমন পরিস্থিতিতে আপনার যদি এই অ্যাপগুলির প্রয়োজন না হয়, আপনি সেগুলো বন্ধ করতে পারেন। অনেক সময়, অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এমনকী ব্যবহার না করেও, যা সিপিইউ-তে চাপ সৃষ্টি করে। এই অ্যাপগুরো জোর করে বন্ধ করে দেওয়া যেতে পারে।

চার্জ করার সময় গরম হয়ে গেলে কী করবেন?

চার্জ করার সময় আপনার ফোন গরম হয়ে গেলে এটিকে চার্জিং থেকে সরিয়ে দিন। এছাড়াও কোথাও থেকে বিদ্যুতের তার কাটা বা পুড়ে গেছে কিনা তা পরীক্ষা করুন। একটি খারাপ তার ফোন গরম করতে পারে। এ ছাড়া সবসময় ভালো মানের চার্জার ব্যবহার করুন। কখনও কখনও চার্জার সাপোর্ট না থাকলেও চার্জ করার সময় ফোন গরম হতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]