34288

03/12/2025 সীমান্তে ১৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সীমান্তে ১৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা থেকে

১০ মার্চ ২০২৫ ১৫:৪৮

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় বিজিবির হাতে আটক হয়েছেন এক চোরাকারবারি। এ সময় তার কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা।

সোমবার (১০ মার্চ) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ চোরাকারবারি সোহেল উদ্দীনকে (৫৫) আটক করা হয়।

তিনি আরও বলেন, সোহেল উদ্দীন জেলার কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের হামেস উদ্দীনের ছেলে। বিজিবির ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। যখন তিনি ইজিবাইকে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। পরে ইজিবাইকের স্টিয়ারিংয়ের বিশেষ সেটিংয়ের ভেতর থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১.৮ কেজি ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক চোরাকারবারিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]