34291

03/12/2025 চোখের পাতা নেড়েছে ধর্ষণের শিকার সেই শিশুটি

চোখের পাতা নেড়েছে ধর্ষণের শিকার সেই শিশুটি

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২৫ ১৬:১৬

সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শিশুটির সামান্য উন্নতি হয়েছে। সে প্রথম বারের মতো চোখের পাতা নেড়েছে। চিকিৎসকরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক মেয়ে শিশু। এ ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]