34303

03/12/2025 ফের ইনজুরিতে নেইমার

ফের ইনজুরিতে নেইমার

ক্রীড়া ডেস্ক

১১ মার্চ ২০২৫ ১১:০৪

কদিন আগেই মাঠে নেমেছিলেন লম্বা এক ইনজুরি পার করে। প্রায় ১ বছর পর মাঠে ফিরেছিলেন নিজের শুরুর ক্লাব সান্তোসে। লম্বা ইনজুরির কারণে চুক্তিও বাতিল করেছেন সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে। তবে দুর্ভাগ্যটা যেন পিছু ছাড়ল না নেইমারের। সান্তোসের হয়ে কয়েক সপ্তাহ খেলার পরেই আবারও ইনজুরির কবলে পড়েছেন তিনি।

আকস্মিক এই ইনজুরির কারণে সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। তার এই চোট ব্রাজিল দলে ফিরে আসার পথও কঠিন হলো।

পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের সবশেষ ম্যাচের স্কোয়াডে ছিলেন না নেইমার। তার অনুপস্থিতির কারণ হিসেবে দলের পক্ষ থেকে অবশ্য নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নতুন করে চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড।

নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে রোমানো জানান, ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি।’

পরে নেইমার নিজেই জানান ইনজুরির কথা, ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি। সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি।’ পরবর্তীতে জানা যায়, ম্যাচের দিন সকালেই উরুর মাংসপেশিতে অস্বস্তি বোধ করছিলেন, যে কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন নেইমার।

নেইমারকে ছাড়া তারা দলও জিততে পারেনি। করিন্থিয়িান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে ছিটকে গেছে প্রতিযোগিতাটি থেকে।

সান্তোসে যোগ দেওয়ার পর চমৎকার পারফরম‍্যান্সের সুবাদে চলতি মার্চ মাসে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচের জন‍্য জাতীয় দলে ফেরেন নেইমার। নতুন চোটে এই দুই ম‍্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]