34306

03/12/2025 বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ ২০২৫ ১১:২৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তার ঢাকা সফরের দ্বিতীয় দিনে (১৪ মার্চ) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন। এরপর, তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর, গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতের দিকে ঢাকায় ফিরে আসবেন মহাসচিব।

তার সফরের তৃতীয় দিন (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। এদিন তিনি তরুণ পুরুষ ও নারীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তার ঢাকা সফরের সময়, রমজান মাসের কারণে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তিনি একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।

এছাড়া, সফরের আগে গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]