চলতি মাসের শেষভাগ থেকে এপ্রিল মাসের শুরুর ভাগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে কিউইরা। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাছহে আইপিএলের ১৮তম আসর। ব্ল্যাক ক্যাপসদের অনেকেই আইপিএলের নিয়মিত মুখ, এবারের আসরেও বেশ কিছু তারকা আইপিএলের জার্সিতে মাতাবেন। যার জন্য পাকিস্তান সিরিজকে সামনে রেখে দলের মূল ক্রিকেটারদের একাংশ বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা।
আসন্ন আইপিএলের বিভিন্ন দলে খেলবেন স্যান্টনার, রাচিন, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। একমাত্র কনওয়ে ছাড়া অন্য সবাই আছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। তাদেরকে বাদ দিয়ে পাকিস্তান সিরিজের দল সাজিয়েছে নিউজিল্যান্ড। বোর্ডের অবশ্য এতে দ্বিমত নেই। কনওয়ে ছাড়া সবাই বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও বোর্ড তাদের আইপিএল খেলার সবুজ সংকেত দিয়েছে। আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের ছাড়াও এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলটির সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।
ব্রেসওয়েলকে অধিনায়ক করে চ্যাম্পিয়নস ট্রফিতে থাকা সাতজন খেলোয়াড়কে পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে ডাকা হয়েছে। মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জামিসন, ড্যারিল মিচেল, এবং উইলিয়াম ও’রোর্ক এই তালিকায় আছে। যারা চ্যাম্পিয়নস ট্রফি দলের অংশ ছিলেন।
ইশ সোধি দলে ফিরেছেন। সম্প্রতি এই লেগ স্পিনার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত সিরিজে অনুপস্থিত ছিলেন না। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে পেসার বেন সিয়ার্সও চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছিলেন। তিনিও সেরে উঠেছেন। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা অন্য দুই পেসার জেমিসন এবং ও’রোর্ককে কেবল প্রথম তিনটি ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়েছে। কারণ নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পেসারদের ওয়ার্ক লোড ম্যানেজম্যান্ট সঠিকভাবে করতে চায়।
অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে চোটে পড়া হেনরি কেবল চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলের অংশ। উইলিয়ামসন এই সিরিজে খেলতে চান না। তাই তাকে বিবেচনায় নেওয়া হয়নি। অন্যদিকে প্রতিশ্রুতিশীল বিধবংসী তরুণ ব্যাটার বেভন জেকবসও আইপিএলে খেলবেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ থালেও তাই তাকে পাকিস্তান সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে না।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ও’রুর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট এবং ইশ সোধি।