34321

03/12/2025 ঢাবিতে ১৪-২০ মার্চ অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

ঢাবিতে ১৪-২০ মার্চ অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১১ মার্চ ২০২৫ ১৩:৩৭

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে আগামী ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ১৩ মার্চ পর্যন্ত সশরীরের পাঠদান চলমান থাকবে। তবে পরীক্ষাগুলো নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ৬ মার্চ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস আগামী ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। আগামী ১৪ মার্চ থেকে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চলবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]