34421

03/13/2025 বাংলাদেশকে ১০৮ কোটি টাকা অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ১০৮ কোটি টাকা অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া

অর্থনৈতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৫ ১৬:৪২

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেতু রক্ষণাবেক্ষনের মাধ্যমে সেতুর নিরাপত্তা ব্যবস্থা উন্নতকরণ করবে দক্ষিণ কোরিয়া। এই জন্য ১০৮ কোটি টাকা অনুদান দেবে দেশটি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির মধ্যে চুক্তি সই হয়েছে। ক্যাপাসিটি ডেভলপমেন্ট ফর স্মার্ট মেইনটেনেন্স টেকনলোজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ত হাইওয়েস ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পে ঋণ দেবে দেশটি।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি’র অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কোইকার কান্ট্রি ডিরেক্টর টায়ে ইয়ং কিম যৌথভাবে প্রকল্পে স্বাক্ষর করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]