34582

03/19/2025 বাবার প্রেমের খবর মানতে পারছেন না আমিরের কন্যা

বাবার প্রেমের খবর মানতে পারছেন না আমিরের কন্যা

বিনোদন ডেস্ক

১৮ মার্চ ২০২৫ ১৩:৪৪

বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান সদ্য ৬০ বছরের জন্মদিন পালন করেছেন। সেদিনে আরও একটি খুশির খবর জানান অভিনেতা। নতুন প্রেম পড়েছেন তিনি। মুম্বাইয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জন্মদিন পালন অনুষ্ঠানে বর্তমানে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশে আনেন অভিনেতা।

অভিনেতার প্রেমের খবরে সহকর্মী ও নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছে। তবে আমির কন্যা বাবার প্রেমের খবর মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ার একটা ভিডিওতে দেখা গেছে মুম্বাই আমিরের বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি কাঁদছেন! চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গেছে অভিনেতার কন্যাকে।

কান্নার ভিডিও দেখে নেটাজেনরা মন্তব্য করেছেন বাবার তৃতীয় প্রেমের সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। খান সাহেবের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ইরা খান।

বলে রাখা ভালো, আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা খান। স্বামী-স্ত্রী সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই মায়ের কাছে থাক আমির কন্যা। অভিনেতার মেয়ের বিয়ের সময় নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে বিয়ে দিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]