ম্যাচ শুরুর আগে স্টেদিয়াম জুড়েই দেখা গেল শোকের ছায়া। দুই দলের ফুটবলাররাই ম্যাচ শুরুর আগে মাঝমাঠে এক লাইনে দাঁড়ালেন, দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করলেন। কিন্তু এরপর ম্যাচ শেষ হওয়ার আগেই জানা গেল, ওই ফুটবলার মারা যাননি, বেঁচে আছেন এখনো।
অদ্ভূত এই ঘটনা ঘটেছে বুলগেরিয়ায়। বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালির সাবেক ফুটবলার পেতকো গানচেভের মৃত্যুতে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে ক্লাবটি।
কিন্তু পরে জানা যায়, ওই ফুটবলার মারা যাননি। এ কারণে পরে দুঃখপ্রকাশও করেছে ক্লাবটি। লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচের আগে ঘটেছে এমন ঘটনা।
এদিকে ম্যাচ শেষ হওয়ার আগেই ভুল ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে গানচেভ নিজেই জানান যে বেঁচে আছেন তিনি।
এদিকে এমন ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ বলেছে, ‘আরদার ম্যানেজমেন্ট দলের সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ এবং তার আত্মীয়স্বজনের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল। আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য এবং তিনি যেন আরদার সাফল্য উপভোগ করতে পারেন, সেই কামনা করছি।’