34620

03/19/2025 লুঙ্গি পরে ‘জংলি’ দেখতে যাবেন বুবলী!

লুঙ্গি পরে ‘জংলি’ দেখতে যাবেন বুবলী!

বিনোদন ডেস্ক

১৯ মার্চ ২০২৫ ১২:৪৭

ঈদে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলোর জোর প্রচারণা চলছে। টিজার গান পোস্টার প্রকাশের মাধ্যমে দর্শকদের আগ্রহী করার চেষ্টা চলছে। ‘জংলি’ সিনেমাও আছে এই তালিকায়।

এরই মধ্যে ছবিটি পোস্টার টিজারের মাধ্যমে দর্শকদের টেনেছে। এবার বড় চমক দেখালেন শবনম বুবলী। লুঙ্গি পরে নিজের অভিনীত জংলি দেখতে যেতে চান তিনি। সামাজিক মাধ্যমে চাইলেন পরামর্শ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। বসে, দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’’

এমন রুপে বুবলীকে দেখে অনুসারীরাও উচ্ছ্বসিত। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারা। কেউ লিখেছেন ‘সেই হবে।’ আবার কেউ লিখেছেন ‘দারুণ লাগছে।’

জংলি’র পরিচালক এম রাহিম। গল্প আজাদ খানের। চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবির গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। ছবিটিতে সিয়াম-বুবলী ছাড়াও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]