34688

03/24/2025 ক্রিকেটারদের শাস্তি প্রদানে নতুন নিয়ম করল আইপিএল

ক্রিকেটারদের শাস্তি প্রদানে নতুন নিয়ম করল আইপিএল

ক্রীড়া ডেস্ক

২২ মার্চ ২০২৫ ১১:৫২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর শুরু হবে, অথচ একঝাঁক নিয়মের দেখা মিলবে না তা অকল্পনীয়! এই যেমন আজ (শনিবার) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির অষ্টাদশ আসরেও বেশ কয়েকটি নতুন নিয়ম এসেছে। যার সর্বশেষ সংযোজন ডিমেরিট পয়েন্ট এবং ক্রিকেটারদের শাস্তি প্রদানে নতুন নীতিমালা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক্ষেত্রে ক্রিকেটারদের স্বস্তির খবরই শুনিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি অনুসারেই থাকছে ক্রিকেটারদের ডিমেরিট পয়েন্ট ও শাস্তি প্রদানের বিষয়টি। তবে তাতে আরও কিছু বিষয় যোগ করেছে বিসিসিআই। যেখানে আইসিসির নিয়মে ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর এবং আইপিএলে তা তিন বছর মেয়াদে কার্যকরের কথা বলা হয়েছে। ক্রিকবাজ জানিয়েছে, ‘কোনো ক্রিকেটার কিংবা অফিসিয়াল কেউ ডিমেরিট পয়েন্ট পেলে সেটি বলবৎ থাকবে পরবর্তী ৩৬ মাস পর্যন্ত।’

একই সঙ্গে ম্যাচ নিষেধাজ্ঞায় আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে ৭টি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সংশ্লিষ্ট ক্রিকেটার। এভাবে ৮-১১ পয়েন্ট পেলে ২ ম্যাচ, ১২-১৫ পয়েন্ট পেলে ৩ ম্যাচ এবং ১৬ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে পাঁচ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর এসব পয়েন্ট গণনা করা হবে তিন বছর পর্যন্ত। এ ছাড়া লেভেল-১ লঙ্ঘন করলে ১ ডিমেরিট পয়েন্ট ও ২৫ শতাংশ ম্যাচ ফি, লেভেল-২ লঙ্ঘনে ৩-৪ পয়েন্ট, লেভেল-৩ এর জন্য ৫-৬ পয়েন্ট এবং লেভেল-৩ ভাঙলে ৭-৮ ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।

নির্দিষ্ট সময় কিংবা ম্যাচের জন্য দেওয়া হবে এই শাস্তি। যা সংশ্লিষ্ট ম্যাচ রেফারি কিংবা অন্য কোনো অফিসিয়াল ন্যায়পাল হিসেবে নির্ধারণ করবেন। এ নিয়ে বিসিসিআই বলছে, ‘একজন ম্যাচ রেফারি কিংবা ন্যায়পাল কোনো ক্রিকেটার, দল কিংবা অফিসিয়াল কাউকে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা দেবেন। যদি সেই সময়টি নির্দিষ্ট না থাকে (যেমন ১ বছর) নিষেধাজ্ঞা দেওয়া হবে ডিমেরিট পয়েন্ট অনুসারে। এক ম্যাচে সাধারণত নির্ধারিত থাকবে ১টি সাসপেনশন পয়েন্ট।’

বেশ কিছু নতুন নিয়ম সম্প্রতি অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত ‘ক্যাপ্টেন্স মিট’–এ অনুমোদন দিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। প্রতিটি দল ও অধিনায়কদের তখনই সেসব বিস্তারিত জানিয়ে দেওয়া হয়। আজ ইডেন গার্ডেন্সে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচ দিয়ে আইপিএলের অষ্টাদশ আসর শুরু হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]