34762

03/28/2025 রেকর্ডগড়া হারে ‘কক্ষপথে’ ফিরল পাকিস্তান

রেকর্ডগড়া হারে ‘কক্ষপথে’ ফিরল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

২৩ মার্চ ২০২৫ ১৭:৪২

সিরিজের প্রথম ম্যাচেই ৯১ রানে অলআউট হয়ে বড় ব্যবধানের হার দেখতে হয়েছিল পাকিস্তানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটাই ছিল তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আজ আরও একবার সেই ৯১ রান চোখ রাঙাচ্ছিল পাকিস্তানকে। একটা পর্যায়ে ধারণা ছিল নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানই বুঝি দেখা যায় ম্যান ইন গ্রিনদের পক্ষ থেকে।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একপর্যায়ে ৫৬ রানেই ৮ উইকেট হারায় তারা। তবে শেষের দিকে থাকা বোলারদের কল্যাণে স্কোরটা গিয়েছিল ১০৫ পর্যন্ত। নিউজিল্যান্ডের সংগ্রহ অবশ্য ছিল পর্বতসম। ২২০ রানের বিপরীতে পাকিস্তান হেরেছে ১১৫ রানে। সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছিল সালমান আঘার দল। চতুর্থ ম্যাচে হেরে যেন আবার সেই হারের কক্ষপথেই ফিরল তারা।

আগের ম্যাচে রেকর্ড গড়ে জয় পেয়েছিল পাকিস্তান। আজ হেরেছেও রেকর্ড ব্যবধানে। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ ব্যবধানের হার। এর আগে ২০১৬ সালের ২২ জানুয়ারি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ৯৫ রানে হেরেছিল পাকিস্তান।

নিউজিল্যান্ডের আজ শুরুটাই ছিল আগ্রাসী। ফিন অ্যালেন মাত্র ১৯ বলেই পেয়েছেন ফিফটির দেখা। আরেক ওপেনার টিম সেইফার্ট ২২ বলে করেন ৪৪। ১০ ওভারেই ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড। আর এখান থেকেই পাকিস্তানের পাল্টা প্রতিরোধ শুরু। পরের ৬ ওভারে স্বাগতিকরা তুলেছে ৩২ রান। আর উইকেট হারায় ৩টি।

যদিও শেষে আর তা কাজ করেনি। অধিনায়ক মিচেল ব্রেসওয়েল ২৬ বলে অপরাজিত ৪৬, মার্ক চাপম্যান ১৬ বলে ২৪ ও ড্যারিল মিচেল ২৩ বলে ২৯ রান করেন। পাকিস্তানের সামনে নিউজিল্যান্ডের সংগ্রহ হয় ২২০ রানের।

জবাবে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারায় পাকিস্তান। আগের ম্যাচে ঝড় তোলা হাসান নওয়াজ আউট হন ৪ বলে মাত্র ১ রান করে। দ্রুত সাজঘরে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস, অধিনায়ক সালমান আলী আগা, শাদাব খান ও খুশদিল শাহ। ইরফান খান ১৬ বলে ২৪ রান করে খানিক মান বাঁচানোর চেষ্টা চালান। তবে তারও ইনিংস বড় হয়নি। ৫৬ রানে পতন হয় ৮ উইকেটের।

শেষদিকে আব্দুল সামাদ ৩০ বলে ৪৪ রান করে স্কোর নিয়ে যান তিন অঙ্কের ঘরে। তাকে ক্রিজে সময় কাটাতে সঙ্গ দিয়েছেন ১৩ বলে ৬ রান করা হারিস রউফ। ১০৫ রানেই শেষ হয় তাদের ইনিংস। চার উইকেট ছিল জ্যাকব ডাফির। আর ৩ উইকেট জাকারি ফোকসের।

১১৫ রানের রেকর্ড ব্যবধানে হেরে সিরিজও খুইয়েছে পাকিস্তান। ৩-১ ব্যবধানে সিরিজের ট্রফি ঘরে তুলেছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচ আগামী ২৬ মার্চ ওয়েলিংটনে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]