34785

03/29/2025 ‘মা ছাড়া মেয়ের জীবন কতটা বেদনার তা কেবল সেই সন্তানই বোঝে’

‘মা ছাড়া মেয়ের জীবন কতটা বেদনার তা কেবল সেই সন্তানই বোঝে’

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০২৫ ১৩:৫২

গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। আজ এই অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী।

মায়ের মৃত্যুর এক বছর পরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী। রোববার দিবাগত রাতে মা ঝরনা রায়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পূজা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ টা দিন হয়ে গেল। কিভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিলো নরকের আগুনের মতো ভয়ঙ্কর।’

এরপর পূজা লেখেন, ‘বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারি হয়ে উঠে। মনে হয়, পৃথিবীর সব চেয়ে ভারি পাথর আমার বুকে।’

‘মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।’

পূজা লেখেন, ‘জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হাহাহা, তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই! তুমিই তো সব শিখিয়েছো মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে।’

নিজের প্রয়াত মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।’

চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সব সময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝর্ণা রায়। ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সবসময় বলেন এই অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]