3487

03/14/2025 অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন দীপিকা

অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

১৪ এপ্রিল ২০২১ ১৮:২১

‘মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ’ এর অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন।

বছর তিনেকের এই যাত্রায় ইতি টেনে সম্প্রতি ইনস্টাগ্রামে তার কারণ ব্যাখ্যা করেছেন অভিনেত্রী।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ২০১৯ সালে আমির-পত্নী ও পরিচালক কিরণ রাওকে সরিয়ে ‘মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ’ এর অধ্যক্ষের পদ দখল করেন দীপিকা। কিন্তু একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করাটা তার পক্ষে সমস্যার হয়ে যাচ্ছে।

সম্প্রতি একাধিক ছবির চুক্তি সই করেছেন দীপিকা। কয়েকটি মুক্তির পথে, অনেক ছবির শ্যুটিং চলছে। দুদিকে একসঙ্গে মন দেওয়ায় সম্ভব হবে না বলে এ সিদ্ধান্ত নিলেন ‘ওম শান্তি ওম’ নায়িকা।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে পাশে তার বিবৃতিতে দীপিকা বলেন, ‘মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ’ এর অধ্যক্ষের দায়িত্ব পালন করে গভীরভাবে সমৃদ্ধ হয়েছি। একজন শিল্পী হিসেবে গোটা বিশ্বের চলচ্চিত্র মুম্বাই শহরে একত্র করার অভিজ্ঞতা হয়েছে আমার। কিন্তু আমি বুঝতে পারছি, এ পদের জন্য যে নিষ্ঠা ও মনোযোগের প্রয়োজন, তা হয়তো আমি দিতে পারব না। কাজের চাপ রয়েছে অনেক। তাই এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

তবে ‘মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ’ এর সঙ্গে তার সম্পর্ক সারা জীবনের জন্য অক্ষুণ্ণ থাকবে বলে জানান দীপিকা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]