34889

04/01/2025 ঐশ্বরিয়ার গাড়িতে ধাক্কা মারল বাস, কেমন আছেন অভিনেত্রী

ঐশ্বরিয়ার গাড়িতে ধাক্কা মারল বাস, কেমন আছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২৭ মার্চ ২০২৫ ১১:৫৮

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মুম্বাইয়ের রাস্তায় তার গাড়িতে পেছন থেকে এসে ধাক্কা মেরেছে একটি বাস!

ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি টয়োটা ভেলফায়ার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে। বুধবার মুম্বাইতে এই ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।

যেখানে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনার সময় নায়িকা গাড়িতে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। তবে গুরুতর কিছু ঘটেনি।

অভিনেত্রীর টয়োটা ভেলফায়ার মডেলের গাড়িতে বাসটির ধাক্কার পর রাস্তায় ভিড় জমে যায়। ঐশ্বরিয়ার দেহরক্ষীরা তৎক্ষনাৎ পরিস্থিতি সামাল দেন। তারপর গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। অনেকেই বিষয়টি নিয়ে মজা করেছেন। একজন লিখেছেন, ‘বাস চালকের কিছু হয়নি তো?’ আর একজন ঐশ্বরিয়ার শাশুড়ি জয়ার প্রসঙ্গ টেনে লেখেন, ‘জয়া হলে বলতেন: এটা ধাক্কা দেওয়ার একটা জায়গা হলো?’ আর একজন অভিষেক ও নিমরতের প্রসঙ্গ টেনে লেখেন, ‘কে চালাচ্ছিল গাড়িটা অভিষেক বচ্চন না নিমরত কৌড়?’

এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুগামীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]