34896

04/01/2025 এবার উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহায়তায় কোপ ট্রাম্পের

এবার উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহায়তায় কোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ ২০২৫ ১২:৫২

উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহায়তা প্রদানকারী বৈশ্বিক সংস্থ্য গ্যাভি-তে তহবিল প্রদান বন্ধের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে ২৮১ পৃষ্ঠার একটি নথি পাঠিয়েছে বহির্বিশ্বে আর্থিক সহায়তা প্রদানকারী মার্কিন সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)। সেখানে অন্তর্ভুক্ত অবস্থায় রয়েছে এ সিদ্ধান্ত।

স্প্রেডশিটে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে ৫ হাজার ৩৪০টি আন্তর্জাতিক খাত ও প্রতিষ্ঠানে তহবিল প্রদান বন্ধ করা হয়েছে এবং ৯০০টি খাত ও প্রতিষ্ঠানে সহায়তা অব্যাহত রয়েছে। যেসব খাত ও প্রতিষ্ঠানে মার্কিন সহায়তা প্রদান বন্ধ করা হয়েছে, সেগুলোর মধ্যে গ্যাভি অন্যতম।

এদিকে ইউএসএইডের সহায়তা বন্ধের ঘোষণায় উদ্বেগ জানিয়েছে গ্যাভি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংস্থার পক্ষ থেকে বলা হয়, “গ্যাভির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য নিয়েছি যে আগামী ৫ বছরে আমরা বিশ্বজুড়ে আশি লাখ শিশুকে টিকা সহায়থা দেবো। যুক্তরাষ্ট্রের সহায়তা ব্যতীত এই লক্ষ্য পূরণ হওয়া সম্ভব নয়।”

জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের নির্বাহী পরিচালক উইলিয়াম মস ওয়াশিংটনের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, “গত কয়েক বছরে গ্যাভি অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বিশ্বের বহু দেশে গ্যাভির টিকা সহায়তার কারণে নিরাময়যোগ্য রোগে মৃত্যুর হার কমেছে উল্লেখযোগ্য হারে। গত করোনা মহামারির সময়ও বহু দরিদ্র ও উন্নয়নশীল দেশকে টিকা সহায়তা প্রদান করেছে গ্যাভি। মার্কিন সহায়তা হঠাৎ সহায়তা বন্ধ হয়ে গেলে এই খাতে একটি বড় আঘাত।”

প্রসঙ্গত, গ্যাভিতে সহায়তা বন্ধের পাশাপাশি ম্যালেরিয়া নির্মূল বিষয়ক আন্তর্জাতিক কর্মসূচিতেও সহায়তা বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। তবে এখনও এইচআইভি, যক্ষা চিকিৎসা এবং খাদ্য সহায়তা অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে ইউএসএইড।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]