বরিশালের ঐতিহাসিক দুর্গাসাগরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার পূন্যার্থী এই উৎসবে যোগ দিয়েছেন। প্রায় দুইশ বছর ধরে প্রচলিত উৎসব হিসেবে দুর্গাসাগরে এই স্নান চলে আসছিল।
শনিবার (৫ এপ্রিল) ভোরে শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত চলবে স্নান উৎসব। এ উপলক্ষ্যে মেলার আয়োজন হয়েছে দীঘির পাড়ে। মেলায় মানুষের ঢল নেমেছে।
স্বর্নালী শিকদার নামে এক পূন্যার্থী জানান, প্রতিবছর অষ্টমী স্নানের জন্য বরিশালে আসি। ছোটবেলা থেকেই এখানে স্নান উৎসবে যোগ দিতাম এবং মেলায় অংশ নিতাম। এখনো মনের টানে চলে আসি।
শাখা বিক্রেতা বাবুল দত্ত জানান, আমরা ৫ জন শাখারি ঝালকাঠী থেকে শাখা বিক্রি করতে এসেছি। কিন্তু বিক্রি খুব খারাপ। এবারে লোক সংখ্যা অরেকটাই কম।
আয়োজক কমিটির আহ্বায়ক দিলীপ দাস বলেন, উৎসব দুশো বছরেরও প্রাচীন। চন্দ্রদ্বীপ রাজা দুর্গাবতির নামে এই দিঘী খনন করে দেওয়ার পর থেকেই এই স্নান উৎসব চালু হয়। এবারে মেলা ও স্নান উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা থাকায় সবাই স্বচ্ছন্দে আসতে পারছে।