35022

04/12/2025 ক্রিকেট ব্যক্তিগত খেলা নয়, সেরা সমন্বয়ে খেলা উচিত: শান্ত

ক্রিকেট ব্যক্তিগত খেলা নয়, সেরা সমন্বয়ে খেলা উচিত: শান্ত

ক্রীড়া ডেস্ক

৬ এপ্রিল ২০২৫ ১৫:১৮

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মাশরাফি বিন মুর্তজা; বাংলাদেশ ক্রিকেটের ৫ মহারথীকে একত্রে দেওয়া হয়েছিল গালভরা এক নাম। ‘পঞ্চপাণ্ডব’ বললেই যেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের চোখের সামনে ভেসে উঠত এই ৫ ক্রিকেটারের ছবি। বাংলাদেশের ক্রিকেটে গত ২৪ বছরের ইতিহাসে যত জয়ই এসেছে, সবগুলোতেই ছিলেন এই ৫ জনের কেউ না কেউ। তবে সেই দিন পেছনে ফেলে নতুন ভোরের সূচনায় টাইগাররা।

এর পেছনে অবশ্য ২০২৫ সালে বিসিবির কেন্দ্রী চুক্তিতে সিনিয়র ক্রিকেটারদের থাকা না থাকা নিয়ে বিসিবির সাহসী সিদ্ধান্ত দিয়েছে। প্রথমবারের মতো, আইকনিক "ফ্যাব ফাইভ"- সাকিব, তামিম, মুশফিকুর, রিয়াদ এবং মাশরাফি; কেউই সর্বোচ্চ ক্যাটাগরিতে স্থান পাননি। অবশ্য পঞ্চপাণ্ডবদের একজনই রয়েছে বিসিবির চুক্তিতে মুশফিক। লাল বলের ক্রিকেটের জন্য। ফলে চলতি মাসে জিম্বাবুয়ে সিরিজে ফ্যাব ফাইভ ছাড়াই মাঠের লড়াইতে নতুন ভোরের সূচনা করার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট।

যদিও মুশফিকুর রহিমের সিরিজের অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ফ্যাবুলাস ফাইভের বাকি চারজনকে নিয়ে খুব বেশি আলোচনা হবে না, কেননা বাকি চারজন অবসরে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সিনিয়র ক্রিকেটারদের পরিচালনা করার ক্ষেত্রে প্রায়শই একটি বিশেষ মানসিকতা প্রদর্শন করেছে, যা অতীতে বিভ্রান্তির সৃষ্টি করেছে। তবে এবার নতুন বোর্ড সভাপতি ফারুকে আগের মতো কোনও ছাপ দেখা যায়নি।

বিসিবি সম্প্রতি মুশফিক এবং মাহমুদউল্লাহর সঙ্গে বসে তাদের কর্মপরিকল্পনা ব্যাখ্যা করেছে, এমন কথোপকথন যা তাদের ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। টেস্ট এবং ওয়ানডে দলের নেতৃত্বদানকারী নাজমুল হোসেন বিশ্বাস করেন যে সঠিক যোগাযোগ এই ধরণের সমস্যার সমাধান করতে পারে।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, 'একজন পেশাদার ক্রিকেটার হিসেবে, যদি কোনও সিনিয়র ক্রিকেটারের বাইরে থাকার প্রয়োজন হয়, তাহলে তিনি বাইরে থাকবেন এবং এটা ঠিক আছে। আমি মনে করি না যে সেই সিনিয়র ক্রিকেটার অসন্তুষ্ট বা রাগান্বিত হবেন অথবা বোকামি করবেন কারণ আমরা সকলেই পেশাদার ক্রিকেটার এবং আমরা সকলেই জানি যে দলের প্রয়োজনীয়তা কী। এই অনুশীলন (একজন সিনিয়রকে বাদ দিতে পারছি না বলে তাকে বেছে না নেওয়া) না থাকলেই ভালো হবে'

'দেখুন, এটি কোনও ব্যক্তিগত খেলা নয়, এটি একটি দলগত খেলা, এবং আমি মনে করি সেরা সমন্বয় খেলা উচিত। অবশ্যই, এত বছর ধরে খেলছেন এমন সিনিয়ররা সম্মানের যোগ্য, এবং এটি তখনই ভালোভাবে করা যেতে পারে যখন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি, যেমন তাদের সঙ্গে কথা বলি এবং বলি যে এটি আমাদের পরিকল্পনা এবং আমরা এই লাইন ধরে চিন্তা করছি।'

শান্ত আরও বলেন, 'তাই আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনও ক্রিকেটার আছে যে হতাশ হবে (যদি তাকে ব্যাখ্যা করা হয় কেন সে দলে নেই)। আমি সবসময় অনুভব করেছি যে আমাদের মধ্যে যোগাযোগের ঘাটতি রয়েছে।' টাইগার ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক সিনিয়র ক্রিকেটার এবং বোর্ডের সঙ্গে যোগাযোগের কথা নিয়ে বলেন, 'আমি মনে করি যদি আমরা বিভিন্ন ক্রিকেটারের ভূমিকা সম্পর্কে যোগাযোগ করতে পারি, সে একজন সিনিয়র খেলোয়াড় হোক বা জুনিয়র খেলোয়াড়, যেমন এটিই পরিকল্পনা এবং এটিই কারণ আপনি খেলছেন বা খেলছেন না, এটাই যথেষ্ট'

তিনি আরও বলেন, 'একজন অধিনায়ক এবং দায়িত্বে থাকা নির্বাচক হিসেবে, যদি তারা খেলোয়াড়কে স্পষ্ট বার্তা দিতে পারেন যে তিনি এই কারণে খেলছেন না, তাহলে কোনও ভুল বোঝাবুঝি হবে না, যদি থাকেও।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]