35133

04/14/2025 বিএনপি ক্ষমতায় এলে সব জুলাই আহতের পাশে দাঁড়ানো হবে

বিএনপি ক্ষমতায় এলে সব জুলাই আহতের পাশে দাঁড়ানো হবে

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল ২০২৫ ১৯:০৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে বিএনপি যদি জনগণের রায়ে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সব শহীদ ও জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়াব।

মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, শহীদ আবু সাঈদ ও মুগ্ধের রক্তের ওপর দাঁড়িয়ে যারা শপথ নিয়েছিল তারা কীভাবে হৃদয়কে বিনা চিকিৎসায় মেরে ফেলল। রাষ্ট্রের উচিত এখনও যারা আহত রয়েছে তাদেরকে খুঁজে বের করে উন্নত চিকিৎসা দেওয়া। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কথা বলে সময়ক্ষেপণ না করে আহত যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন, তা না হলে জনগণ আবারও মাঠে নামতে পারে।

সরকারের উদ্দেশ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত আছে সেই আহতদের মধ্যে আর যেন কেউ মৃত্যুবরণ না করে। তাদের সুচিকিৎসার ব্যবস্থা আপনাদের করতে হবে। প্রয়োজন হলে বিদেশে পাঠাতে হবে। এদের কারণে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে যাচ্ছে। তারাই যদি বিনা চিকিৎসায় মারা যায়। তাহলে এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে।

মানববন্ধন থেকে হৃদয়ের পরিবারসহ অন্যান্য আহতদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় এবং অবিলম্বে আহতদের তালিকা করে তাদের যথাযথ চিকিৎসার দাবিও জানানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]