35154

04/14/2025 গাজায় গণহত্যা: ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি

গাজায় গণহত্যা: ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

৯ এপ্রিল ২০২৫ ১৩:৪২

গাজা ও রাফায় ইসরায়েরি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

কর্মসূচি অনুযায়ী— আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকাসহ দেশের সব মহানগরে প্রতিবাদ ও সংহতি র‍্যালি করবে দলটি।

বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হবে। পরে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

এছাড়া একইদিন দেশব্যাপী সকল মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‍্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]