বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে, যার বিরোধিতা অনেকেই করেছে। কিন্তু আমরা করিনি। ড. ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ। তার যেহেতু এতোই বিবেক, তাহলে আমি বলব—পদত্যাগ করে রাজনৈতিক দলের দায়িত্ব নিন, নির্বাচনে অংশ নিন। জনগণ যদি ভোট দেয়, বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে।
বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ৫০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে। আমি দাবি করে বলতে পারি, বিএনপি যে ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল তা পারে না। বিএনপিকে রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। নইলে বলব, হাসিনার দিকে তাকান। বিএনপি সবসময় জনগণের সমর্থন আর ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।
তিনি বলেন, শহীদ জিয়া প্রমাণ করে গেছেন একজন মানুষ কীভাবে দেশের জন্য নিবেদিত হতে পারেন। তার হাত ধরে যে রাজনৈতিক দলের জন্ম, সেই বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য হুমকিস্বরূপ। কারণ, বিএনপির মূল দর্শন গণতন্ত্র। শেখ মুজিবের সাড়ে তিন বছরের শাসন ছিল ফ্যাসিজমের চূড়ান্ত প্রকাশ। সদ্য স্বাধীন দেশে কোনো বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয়নি। সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল। দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেলেও তিনি তখন ছেলেকে সোনার মুকুট পরিয়ে বিয়ে করাচ্ছিলেন। শেখ মুজিব সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন।
আলোচনা সভায় নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস. এম. মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।