35188

04/14/2025 যে রেস্তোরাঁয় রোগা হলে মেলে ছাড়!

যে রেস্তোরাঁয় রোগা হলে মেলে ছাড়!

রকমারি ডেস্ক

১০ এপ্রিল ২০২৫ ১১:২০

আপনি কি রেস্তোরাঁয় খাওয়ার খরচে ছাড় পেতে চান? তাহলে আপনাকে রোগা হতে হবে! কথাটা নিছক ঠাট্টা নয় বরং সত্যি ঘটনা। থাইল্যান্ডের একটি রেস্তোরাঁ এমনই এক অদ্ভুত অফার চালু করেছে, যেখানে শরীরের গড়নের ওপর ভিত্তি করেই মিলছে মূল্যছাড়। যত রোগা, তত বেশি ডিসকাউন্ট-এই নিয়মেই চলছে তাদের প্রচার।

থাইল্যান্ডের উত্তরের শহর চিয়াং মাইয়ে অবস্থিত জনপ্রিয় খাবার দোকান ‘চিয়াং মাই ব্রেকফাস্ট ওয়ার্ল্ড’ সম্প্রতি এই ব্যতিক্রমী অফারের ঘোষণা দেয়। খাবারের দামে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, তবে সেটি নির্ভর করছে গ্রাহকের শারীরিক গড়নের উপর।

এই ছাড় নির্ধারণে রেস্তোরাঁটি চালু করেছে এক অভিনব ‘স্কিনি চ্যালেঞ্জ’। একটি ধাতব কাঠামোর মধ্যে পাঁচটি ভিন্ন মাপের ফাঁক রাখা হয়েছে। সবচেয়ে বড় ফাঁক দিয়ে যদি কেউ অনায়াসে চলে যেতে পারেন, তাহলে মিলবে না কোনো ছাড়। পরেরটি দিয়ে যেতে পারলে ৫ শতাংশ ছাড়, এরপর ১০, ১৫ এবং সবচেয়ে ছোট ফাঁকটি পার হতে পারলেই মিলবে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়।

এই আয়োজন নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকেই হাসিমুখে এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন।

আনন্দের পাশাপাশি উঠেছে সমালোচনার ঢেউও। অনেকেই অভিযোগ করছেন, এই ধরনের অফার মূলত মোটা মানুষদের হেয় করার একটি উপায়। এটি ‘বডি শেমিং’!

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]