35235

04/13/2025 অবিকল মানুষের মতো দেখতে বাচ্চার জন্ম দিলো ছাগল

অবিকল মানুষের মতো দেখতে বাচ্চার জন্ম দিলো ছাগল

রকমারি ডেস্ক

১২ এপ্রিল ২০২৫ ১৭:০১

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রাণিসম্পদ অফিস গেটের সামনে অবিকল মানুষের মতো দেখতে একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। এ ঘটনায় হতবাক অনেকেই। এমন খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় মানুষের ভিড় জমে ওঠে বাচ্চাটি দেখতে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর রাজাপাড়া গ্রামের এক বাসিন্দার পোষা ছাগল এই বাচ্চার জন্ম দেয়। যার মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। ছাগলের বাচ্চাটির পিছনের পা দু’টি বড় এবং সামনের পা দু’টি অপেক্ষাকৃত ছোট। তবে বাচ্চাটির কান ছাগলের মতোই।

নতুন জন্ম নেওয়া ওই বাচ্চাটি দেখতে গাংনী প্রাণিসম্পদ অফিসের সামনে ভিড় জমাতে থাকে পথচারী ও আশপাশের মানুষ।

ছাগলের মালিক জানান, শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে ছাগলটি বাড়িতে প্রথমে দু’টি বাচ্চার জন্ম দেয়। পরে পেটে থাকা আরও একটি বাচ্চার প্রসব জটিলতা দেখা দিলে গাংনী উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসা হয়। স্থানীয় পশু চিকিৎসক ইব্রাহিম হোসেনের প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার ফলে অদ্ভুত দেখতে মৃত বাচ্চার জন্ম হয়। তখন বাচ্চাটি দেখে ভড়কে যান মালিকসহ অনেকেই।

গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোতালেব হোসেন জানান, মূলত জিনগত ত্রুটির কারণেই ছাগলের বাচ্চাটি দেখতে এমন অদ্ভুত হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]