35288

04/16/2025 জবি ও কনফুসিয়াসের সঙ্গে সমঝোতা স্মারক সই

জবি ও কনফুসিয়াসের সঙ্গে সমঝোতা স্মারক সই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৯

আগামী জুলাই মাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। কোর্স চালুর বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের (পিএইচডি) উপস্থিতিতে সমঝোতা স্বারকটিকে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই ও জবি রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে ড. ইয়ং হুই বলেন, এ বছরই চায়না ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সুবর্ণজয়ন্তী উদযাপন হতে যাচ্ছে। আমরা চাই চায়না ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাতে। এ সম্পর্ক উন্নত করতে চীনা ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে লক্ষ্যেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রথম থেকেই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতেও তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, চায়না ও বাংলাদেশের মধ্যে যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন যে মাত্রায় পৌঁছে যাচ্ছে তাতে চীনা ভাষা শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। ঠিক সে সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কনফুসিয়াসের মধ্যে এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এ চীনা ভাষা শিক্ষার মাধ্যমে আমেদের বহু শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমরা আশা রাখি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম তার বক্তব্যে জবির দ্বিতীয় ক্যাম্পাসে আলাদাভাবে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক সহযোগিতাকে ত্বরান্বিত করবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, জবিতে চীনা কোর্স বাস্তবায়নের জন্য কমিটির আহ্বায়ক ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু এবং মি. রাও জিহাওসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]