3535

09/23/2024 প্রথমবার সিনেমায় একসঙ্গে দেব, শ্রাবন্তী ও পাওলি দাম

প্রথমবার সিনেমায় একসঙ্গে দেব, শ্রাবন্তী ও পাওলি দাম

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল ২০২১ ১৮:১৯

কিশোরকুমারের কণ্ঠে ‘অমানুষ’ ছবির জনপ্রিয় গান ‘কী আশায় বাঁধি খেলাঘর...’ লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘খেলাঘর’ ছবির নির্যাস যেন গানের ওই লাইনটার মধ্যেই রয়েছে। আধুনিক সমাজে নারী-পুরুষের সম্পর্কের ক্রাইসিসের গল্প বলবে ‘খেলাঘর’। ছবির কাস্টিংয়েও বড় চমক। প্রথমবার দেব, শ্রাবন্তী ও পাওলি দাম একসঙ্গে কাজ করবেন।

লীনা-শৈবালের আগের দুটি ছবি ‘মাটি’, ‘সাঁঝবাতি’ সম্পর্কের গল্প বলে। ‘খেলাঘর’ও তাই। ছবির কনসেপ্ট প্রসঙ্গে লীনার বক্তব্য, ‘আমি সম্পর্কের গল্প বলতে ভালোবাসি। নারী-পুরুষের সম্পর্কে অনেক পরত থাকে। তাই সম্পর্কের কাহিনি পুরনো হয় না।’ মূলত তিনটি চরিত্রের মধ্যেই গল্প ঘুরবে। একটি পুরুষ এবং দুই নারী চরিত্র থাকলে, ত্রিকোণ প্রেমের ধারণা আসাই স্বাভাবিক। দেব, শ্রাবন্তী, পাওলির সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তা এখনই ভাঙতে চাইলেন না পরিচালক। ‘সাঁঝবাতি’তে দেবের পারফরম্যান্স নির্মাতাদের ভরসা দিয়েছে। তাই ‘খেলাঘর’-এ ফের তাকে চ্যালেঞ্জিং চরিত্র দিয়েছেন লীনা। ছবির প্রযোজক অতনু রায়চৌধুরীও আস্থা রাখেন, সম্পর্কের কাহিনিতে, ‘সব ধরনের দর্শককে বিনোদন দিতে হলে ফ্যামিলি ড্রামার বিকল্প নেই।’

চরিত্রটি ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন দেবও। ‘এত বছরের কেরিয়ারে এ রকম চরিত্র আগে কোনো দিন পাইনি। লীনাদি, শৈবালদার একটা ধারা তো আছেই। ওরা যে চরিত্রগুলো লেখে, তাতে অভিনয়ের সুযোগ থাকে,’ চরিত্রটি নিয়ে এর বেশি কিছু বলতে চাইলেন না তিনি।

শ্রাবন্তীর সঙ্গে এই প্রথম বার কাজ করবেন লীনা। বলছিলেন, ‘অন্য ধারার দু’-একটি ছবিতে শ্রাবন্তীর অভিনয় দেখে মনে হয়েছিল, ও পারবে।’ ছবিটি নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তীও। দীর্ঘদিন বাদে আবার দেবের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ‘খুব বলিষ্ঠ চরিত্র। ছবিতে আমি একটি বাচ্চার মা। এক দিকে মা ও অন্য দিকে স্ত্রী হিসেবে চরিত্রটির টানাপোড়েন খুব সুন্দরভাবে গল্পে বোনা হয়েছে। দেবের সঙ্গেও এতদিন পরে কাজ করব বলে দারুণ লাগছে।’

এই ছবিটিতে দেব শুধু মুখ্য চরিত্রে নন, অন্যতম প্রযোজকও। অতনুর বেঙ্গল টকিজের সঙ্গে দেব এন্টারটেনমেন্টের এটি দ্বিতীয় প্রজেক্ট, ‘টনিক’-এর পরে। করোনা পরিস্থিতিতে ছবি তৈরি করা কতটা সমস্যার হয়ে দাঁড়াচ্ছে? অতনুর কথায়, ‘এক রকম পরিকল্পনা করছি। তারপর সেটা বদলে ফেলতে হচ্ছে। এতে বাজেটেও প্রভাব পড়ছে।’

আগামী অগস্ট-সেপ্টেম্বর থেকে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে তাদের। দেবের ‘কিশমিশ’ আগামী শীতের ছুটিতে আসার কথা। ‘খেলাঘর’ ২০২২-এর জানুয়ারিতে রিলিজের ইচ্ছা নির্মাতাদের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]