3536

09/23/2024 চলচ্চিত্র অঙ্গনে কবরীর অবদান অবিস্মরণীয় : আইনমন্ত্রী

চলচ্চিত্র অঙ্গনে কবরীর অবদান অবিস্মরণীয় : আইনমন্ত্রী

বিনোদন প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২১ ১৮:৩১

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আজ শনিবার (১৭ এপ্রিল) এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, বাংলা চলচ্চিত্রে এক অতি পরিচিত নাম সারাহ বেগম কবরী। অভিনয়ের ক্ষেত্রে কবরী ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। সৃষ্টিশীল অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বাংলার সাধারণ মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নেন তিনি। বাংলা চলচ্চিত্র অঙ্গনে তার অবদান অবিস্মরণীয়। তার মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী আজ শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]