35411

04/19/2025 চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল ট্রাম্প

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫ ১৫:৫০

মার্কিন পণ্যের ওপর চীনের পাল্টা শুল্ক আরোপের পর এবার চীনা পণ্যের ওপর শুল্কহার বাড়িয়ে ২৪৫ শতাংশ করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস। খবর আনাদোলু এজেন্সির।

সর্বশেষ প্রশাসনিক আদেশে এদিন হোয়াইট হাউস বলেছে, গুরুত্বপূর্ণ সম্পদ আমদানিতে একটি জাতীয় নিরাপত্তা তদন্ত শুরু করেছে তারা। আদেশে ২ এপ্রিল ঘোষিত পারস্পরিক শুল্কের ব্যাখ্যাও অন্তর্ভুক্ত ছিল।

হোয়াইট হাউস আরও বলেছে, ‘চীন এখন তার প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিতে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্কের সম্মুখীন হয়েছে।’

মূলত ট্রাম্পের এই শুল্কারোপ শুরুতে অনেক দেশের ওপর কার্যকর ছিল। কিন্তু দেশগুলো ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করায় শুল্কারোপ পরে প্রত্যাহার করে মার্কিন প্রশাসন। তবে চীন আলোচনা না করে পাল্টা শুল্ক আরোপ করলে দেশটির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেনটি ট্রাম্প। বরং এটি বাড়িয়েছেন। এরপর থেকেই দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে তীব্র বাণিজ্য যুদ্ধ শুরু হয়।

এ বিষয়ে হোয়াইট হাউস বলছে, ‘নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় করার জন্য ৭৫টির বেশি দেশের ওপর থেকে ইতোমধ্যেই নতুন শুল্কারোপ তুলে নেওয়া হয়েছে।

যদিও বিবৃতিতে চীন যে শুল্কের হারের মুখোমুখি হয়েছে তা স্পষ্ট করেনি হোয়াইট হাউস। তবে এটি বোঝায় শুল্কের হার ২৪৫ শতাংশ পর্যন্ত যেতে পারে।

এর আগে চীন গত শুক্রবার মার্কিন পণ্যের আমদানির ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করে। এরপরই যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণা আসলো। এটি মূলত ট্রাম্পের একটি টিট-ফর-ট্যাট পদক্ষেপের অংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]