35463

04/20/2025 রিয়ালের ব্যর্থতার পর পদত্যাগ নিয়ে যা বললেন আনচেলত্তি

রিয়ালের ব্যর্থতার পর পদত্যাগ নিয়ে যা বললেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক

১৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

প্রথম লেগে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় ছিল সমর্থকরা। এই মাঠেই রিয়াল মাদ্রিদ কতশত বার দুঃসময় থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। কিন্তু এদিন উল্টো আর্সেনালের কাছে ২-১ গোলের হার হজম করতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। আর্সেনালের কাছে দুই লেগে বিধ্বস্ত রিয়াল ২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের বাইরে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে না থাকা রিয়াল মাদ্রিদের জন্য বড় ব্যর্থতাই। এমন হতশ্রী পারফরম্যান্সের পর কোচের চাকরি নিয়েও প্রশ্ন উঠে যায়। কার্লো আনচেলত্তিকে নিয়েও গুঞ্জনটা এখন আরও জোরালো হচ্ছে। তবে নিজের চাকরি থাকা না থাকার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন ৬৫ বছর বয়সী এই কোচ। অকপটেই জানালেন, ভবিষ্যৎ নিয়ে জানেন না তিনি। তবে বিদায় নিতে হলে ক্লাবের প্রতি কেবল কৃতজ্ঞতাই থাকবে।

আর্সেনালের কাছে দ্বিতীয় লেগে হারার পর রিয়াল কোচের কাছে সরাসরিই জানতে চাওয়া হয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগে এটিই তার শেষ ম্যাচ হতে পারে কি না। প্রতিউত্তরে জানালেন, ‘আমি জানি না এবং জানতে চাইও না। এই মুহূর্তে আসলে এসব নিয়ে কথা বলতে পারি না।’

আরও যোগ করেন, ‘এমনও হতে পারে, ক্লাব ভাবতে পারে পরিবর্তন আনার কথা। সেটা এই বছর হতে পারে বা আগামী বছর আমার চুক্তি শেষেও হতে পারে। কোনো সমস্যা নেই। যেদিন এখানে আমার পথচলার শেষ হবে, একটি ব্যাপারই করতে পারি, সেটা হলো ক্লাবকে ধন্যবাদ জানানো, সেই দিনটি কালকে হতে পারে, মাসখানেকের মধ্যে হতে পারে কিংবা এক বছরের মধ্যে।’ ক্লাবের প্রত্যাশা পূরণ না হলেও পদত্যাগ নিয়ে কিছু ভাবেননি বলে জানালেন আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে কার্লো আনচেলত্তির। ক্লাবটিতে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। তার এই মেয়াদে বেশ কিছু সাফল্য পেয়েছে দল। জিতেছে একাধিক শিরোপা। এমনকি ক্লাবের ইতিহাসের সর্বাধিক ট্রফিজয়ী কোচও এখন আনচেলত্তি।

তার অধীনে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল।

এদিকে, ইতোমধ্যে মাদ্রিদের সাথে বায়ার লেভারকুসেনের কোচ ও সাবেক লস ব্ল্যাঙ্কোস খেলোয়াড় জাভি আলোনসো ও লিভারপুলের সাবেক বস জার্গেন ক্লপের যোগাযোগের গুঞ্জন পাওয়া গেছে। আনচেলত্তি বলছেন, তার দল এখনো লা লিগা ও কোপা ডেল রে’র লড়াইয়ে টিকে আছে।

এ ছাড়া এ বছর গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপ রয়েছে। আনচেলত্তি বলেন, ‘ম্যাচে জয়ের জন্য তার দল সবকিছু দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেনি। সত্যি বলতে কি আর্সেনাল দারুণভাবে নিজেদের প্রতিরোধ করেছে। জায়গা খুঁজে পেতে আমাদের কষ্ট হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা ভালো করেছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]