35484

04/20/2025 ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান

ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান

ক্রীড়া ডেস্ক

১৯ এপ্রিল ২০২৫ ১২:২১

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান। তবে দলটির গ্রুপপর্ব শেষে দলটির গন্তব্য প্রায় চূড়ান্ত হয়ে গেছে। গ্রুপপর্বে তারা ১১ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে রয়েছে টেবিলের দশ নম্বরে। ফলে বর্তমানে সাব্বিরের দলকে খেলতে হচ্ছে রেলিগেশন পর্ব। এ ছাড়া জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারও চলমান ডিপিএলে ব্যাট হাতে ভালো করতে পারেননি।

এদিকে, ডিপিএল শেষ করেই আগামী মে মাসে সপরিবারে ইংল্যান্ডে যাবেন সাব্বির। সেখানে তিনি প্রিমিয়ার ডিভিশন লিগ খেলবেন। এ প্রসঙ্গে গতকাল (শুক্রবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সাব্বির।

এ সময় তিনি জানান, ‘একটা ট্যুর আছে বাইরে, ইংল্যান্ড যাব ২ মে। ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোন ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছুদিন যাবে আমার।’

চলমান ডিপিএল নিয়ে সাব্বির বলেন, ‘এ বছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য। আরেকটু গোছানো হলে (ভালো হতো), পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল। অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না। একটু অগোছালো মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ (ভালোভাবে) শেষ হয়েছে গ্রুপপর্ব। আমাদের একটা ম্যাচ বাকি, এ ছাড়া সুপার লিগ চলতেছে। সবকিছু ভালোমতো শেষ হলেই ভালো লাগবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]