35565

04/21/2025 ইতালিতে ‘বরবাদ’ দেখতে প্রবাসীদের ঢল

ইতালিতে ‘বরবাদ’ দেখতে প্রবাসীদের ঢল

বিনোদন ডেস্ক

২১ এপ্রিল ২০২৫ ১৭:২১

দেশের পর বিদেশেও প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। সম্প্রতি ইতালির রোম শহরে মুক্তি পেয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবি।

আর মুক্তির প্রথম দিনেই প্রবাসী দর্শকদের মাঝে শাকিব খানের সিনেমা দেখা নিয়ে ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি ঝড়ের গতিতে ছড়িয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, ‘বরবাদ’ দেখতে প্রেক্ষাগৃহে রীতিমতো জনস্রোত তৈরি হয়েছে। সাধারণ মানুষের ঢল নেমেছে সিনেমা হলে। প্রবাসীরা হুমড়ি খেয়ে উপভোগ করেছেন ‘বরবাদ’।

‘বরবাদ’-এর প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‌‘মুক্তির শো হাউসফুল গেছে। আজকেও শো রয়েছে। অগ্রিম টিকিটে হাউসফুল হয়ে গেছে। ভেসিনে যেসব শো রয়েছে, সেগুলো আগেই হাউসফুল হয়ে গেছে। মিলানে মুক্তি দেওয়ার কথা চলছে। সব মিলিয়ে দেশের মতো বিদেশেও ভালো রেসপন্স পাচ্ছি।’

প্রযোজক আরও বলেন, ‘ডিস্ট্রিবিউটরদের সাথে আলাপ হয়েছে। তারা জানিয়েছেন, দর্শকদের এমন চাপ যে আগামীতে আরও শো বাড়ানো হচ্ছে।’

এদিকে, ইতালির পাশাপাশি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ-এর পরিবেশনায় যুক্তরাষ্ট্র ও কানাডাতেও চলছে ‘বরবাদ’। স্টার সানডে হওয়ার পরেও দর্শকদের চাপে দুটি দেশের বাংলা অধ্যুষিত অঞ্চলের থিয়েটারগুলোতে দুটি করে বাড়িয়ে মোট চারটি শো চালানো হচ্ছে।

চলতি এপ্রিলেই ‘বরবাদ’ মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ডেনমার্ক ও মধ্যপ্রাচ্যে। এছাড়া দেশেও মুক্তির ২২তম দিনেও বেশ ভালো চলছে সিনেমাটি।

মুক্তির ২০ দিনে ৫০ কোটি ৮২ লাখ টাকার গ্রস কালেকশন হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]