35654

04/24/2025 ৩ হাজার ২৭৯ দিন পর রোহিতের এমন কীর্তি

৩ হাজার ২৭৯ দিন পর রোহিতের এমন কীর্তি

ক্রীড়া ডেস্ক

২৪ এপ্রিল ২০২৫ ১১:৫৬

সমালোচনা কম হয়নি রোহিত শর্মাকে নিয়ে। গেল আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারানোর পর চলতি আসরে দলে জায়গাই হারিয়ে ফেলেছেন অনেকটা। আইপিএলে ৫ বারের শিরোপাজয়ী অধিনায়ক রোহিত এখন খেলছেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মে। মুম্বাইয়ের দলে অনেক রদবদল হলেও রোহিতের ওপেনিং স্লট টিকে আছে ভালোভাবেই।

যদিও সেটা নিয়ে কম সমালোচনা হয়নি। চলতি আসরে শুরুর ৬ ম্যাচে একবারও ত্রিশের কোটা পার করতে পারেননি। চেন্নাইয়ের বিপক্ষে সবশেষ ম্যাচের আগে খেলেছেন ০, ৮, ১৩, ১৭, ১৮ এবং ২৬ রানের ইনিংস। কিন্তু রোহিত জানেন ফেরার মন্ত্র কেমন হয়। চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ দুই ফিফটি এসেছে তার ব্যাট থেকে।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গেল ম্যাচে ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এরপরেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতকাল খেলেছেন ৪৬ বলে ৭০ রানের আরেকটি বিধ্বংসী ইনিংস। টানা দুই ফিফটিতে ৯ বছর আগের এক স্মৃতিও ফেরালেন রোহিত শর্মা। সবশেষ তিনি টানা দুই ফিফটি করেছিলেন ২০১৬ সালে।

২০১৬ সালের ২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রোহিত অপরাজিত ছিলেন ৬৮ রানে। পরের ম্যাচে ১ মে ৮৫ রানে অপরাজিত ছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে। এরপর পার হয়েছে ৩ হাজার ২৭৯ দিন। তবে আর কখনই আইপিএলের টানা দুই ম্যাচে ফিফটি করা হয়নি রোহিত শর্মার।

একইদিনে নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিকও হয়েছেন রোহিত শর্মা। গতকাল মুম্বাইয়ের জার্সিতে ২৫৯তম ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে এটাই কোনো ব্যাটারের সবচে বেশি ছক্কা হাঁকানোর ঘটনা। এর আগে রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ডের। ক্যারিবিয়ান ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মেরেছেন ২৫৮ ছক্কা। এই দলের হয়ে আর কারোরই ১৫০ ছক্কারও নজির নেই।

এমন আলো ঝলমলে পারফরম্যান্সের দিনে জয়ের স্বাদও পেয়েছেন রোহিত শর্মা। সানরাইজার্স হায়দরাবাদকে এদিন তার দল মুম্বাই হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আর এই জয় আইপিএলের পয়েন্ট টেবিলে মুম্বাইকে উঠিয়ে এনেছে তিন নম্বর স্থানে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]