35660

04/24/2025 রংপুরে যৌথবাহিনীর হাতে ৬ চাঁদাবাজ আটক

রংপুরে যৌথবাহিনীর হাতে ৬ চাঁদাবাজ আটক

রংপুর ব্যুরো

২৪ এপ্রিল ২০২৫ ১৩:১১

রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এ বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার রাতে রংপুর নগরীর মডার্ন মোড় বাসস্ট্যান্ড থেকে সড়ক পরিবহনের সঙ্গে জড়িত ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার মডার্ন মোড় বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্প-এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দূরপাল্লার বাসে চাঁদাবাজিকালে ছয়জন চাঁদাবাজকে আটক করা হয়।

এ সময় চাঁদাবাজির দু’ হাজার একশ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন - মোখলেছুর রহমান (৪৬), ফরিদ খান মিঠু (৫৪), শামীম হোসেন (৪৮), আশিষ কুমার চক্রবর্তী (৫৪), আনোয়ার হোসেন (৪৬), দীপক সরকার (৪৮)। তারা দীর্ঘ দিন ধরে পরিবহন সেক্টরে এই চাঁদাবাজি করে আসছিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]