বর্তমান বৈশ্বিক সভ্যতা টিকে থাকার পরিবর্তে নিজের ধ্বংসের পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি বলেন, ‘আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি, তা আত্মবিনাশী। এই সভ্যতা কেবল বর্জ্য উৎপাদন করছে, যা শেষ পর্যন্ত আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।’
‘তিন শূন্যের বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’—এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা তার প্রবর্তিত ‘থ্রি জিরো’ তত্ত্ব নিয়ে বক্তব্য রাখেন।
ড. ইউনূস বলেন, ‘আমাদের উন্নয়ন মডেল বদলাতে হবে। কেবল মুনাফার জন্য নয়, মানুষ ও পৃথিবীর জন্য কাজ করতে হবে। নয়তো এই পৃথিবী বাসযোগ্য থাকবে না।’
সেমিনার শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
এই সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
বিশ্বব্যাপী টেকসই ও মানবিক উন্নয়ন নিশ্চিত করতে ড. ইউনূসের এই বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন আলোচনা তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।