35721

04/28/2025 কাশ্মীরের হামলা নিয়ে মুখোমুখি অবস্থানে গাঙ্গুলী-আফ্রিদি

কাশ্মীরের হামলা নিয়ে মুখোমুখি অবস্থানে গাঙ্গুলী-আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫ ১২:১৬

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেটে।

পহেলগামের ইস্যুতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছে ভারত। এদিকে সাবেক ভারত অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি শতভাগ একমত। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো কৌতুক নয় যে, প্রতিবছর এমন ঘটনা ঘটতে থাকবে।’

অন্যদিকে ভারতের এই অবস্থানকে উসকানিমূলক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘ভারত সব সময় কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে। শোকের সময়ে রাজনৈতিক খেলা বন্ধ হওয়া উচিত। সংলাপই হতে পারে একমাত্র সমাধান।’

কাশ্মীরের হামলা নিয়ে বিতর্ক আরও বেড়েছে যখন পাকিস্তান নারী দলের ওপেনার গুল ফিরোজা স্পষ্ট করে জানিয়ে দেন, তারা ভারতে কখনো খেলতে রাজি নন। তার ভাষ্যে, ‘ভারতে কখনো খেলতে যাওয়ার ইচ্ছা নেই আমাদের। আমাদের ম্যাচগুলো এশিয়ার অন্য কোনো দেশে হলে তাতেই আমরা প্রস্তুত।’

উল্লেখ্য, ২০১২ সালের পর ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। শুধু আইসিসি ও এসিসি আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হচ্ছে দুই দল। এবার ভারতীয় বোর্ড পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ আইসিসি ও এশিয়া কাপ ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে চিঠি দেবে বলেও জানা গেছে।

বর্তমান পরিস্থিতি কেবল রাজনৈতিক নয়, বরং দুই দেশের ক্রীড়াঙ্গনের সম্পর্ককেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। কোথায় গিয়ে এই উত্তেজনার অবসান ঘটবে, এখন তাই দেখার!

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]