35772

04/29/2025 ‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় আছে পুলিশ : আইজিপি

‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় আছে পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৫ ১৭:৪১

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ এখনো ‌‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় আছে। আমরা আশা করছি এটি গঠন করা হবে। সরকারকে আমরা আমাদের কথাগুলো জানাচ্ছি।

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বাহারুল আলম বলেন, ৫ আগস্টের পর সবচেয়ে বেশি আলোচনা ছিল পুলিশের সংস্কার নিয়ে। রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় এই আলোচনাটি এসেছে। বলা হচ্ছে সংস্কার যখন হয় না তখন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে একই আলোচনা এসেছে। সংস্কারের উদ্দেশ্যে সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে। কিন্তু এই আলোচনা যখন ঐকমত্য কমিশনে গেল তখন অন্যান্য সংস্কার কমিশন নিয়ে অনেক আলোচনা হলেও পুলিশ সংস্কারের আলোচনা আর দেখা যাচ্ছে না।

পুলিশ সংস্কারের সর্বশেষ অবস্থা ও পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনা সম্পর্কে জানতে চাইলে জানতে চাইলে আইজিপি বলেন, আমরা খুব আশান্বিত ছিলাম যেহেতু পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ কিছু সুপারিশ তারা দেবেন।

‘পুলিশের পক্ষ থেকে আমরাও কিছু সাজেশন দিয়েছিলাম- একটি স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা, সরাসরি নির্বাহী নিয়ন্ত্রণে না রেখে পুলিশকে কিছু অটোনমি বা স্বায়ত্তশাসন দেওয়া ইত্যাদি।

পুলিশের এই পরামর্শের ভিত্তিতে নীতিগতভাবে একমত হলেও পুলিশ সংস্কার কমিশন সেটা এলাবরেট করেননি, কোনো কাঠামো দেননি। পুলিশ সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে বলে মত দিয়েছে। অর্থাৎ এক্সিকিউটিভ পর্যায়ে এসব বাস্তবায়ন হবে। যেমন থানায় একজন নারী পুলিশ সদস্য সবসময় থাকবে। যাতে করে নারী ও শিশু পুলিশি সেবা পান। পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করবে, জিজ্ঞাসাবাদ করবে, সেটা স্বচ্ছ হতে হবে। এটা আসামির আইনজীবীর সামনে হতে হবে। এ জাতীয় অনেক ভালো ভালো সুপারিশ তারা করেছে।

আইজিপি বলেন, কিন্তু আমাদের প্রধান পরামর্শ ছিল স্বাধীন পুলিশ কমিশন গঠন করা। যাতে পুলিশের স্বাতন্ত্র্য বজায় থাকে। যাতে কর্তৃপক্ষের চাপের মুখোমুখি হতে না হয়। এই জায়গায় পুলিশ অপেক্ষা করে আছে। আমরা আশা করছি এটা অ্যাড্রেস করা হবে। আমরা সরকারকে আমাদের কথাগুলো জানাচ্ছি।

তিনি আরও বলেন, অনেকে বলেন এই সরকারের আমলে না হলে আর কখনো হবে না। সেজন্য আমরা এখনই এগুলো করতে চাচ্ছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]