358

04/05/2025 বগুড়ায় ছুরিকাঘাতে বন্ধু খুন

বগুড়ায় ছুরিকাঘাতে বন্ধু খুন

বগুড়া প্রতিনিধি

১২ এপ্রিল ২০২০ ০০:৪৯

বগুড়ার সোনাতলা উপজেলায় পারভেজ হোসেন সুমন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে তারই বন্ধু মাসুদ রানা শনিবার দুপুরে উপজেলার জোরগাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত সুমন ঠাকুর পাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বাদশার ছেলে।

জানা গেছে, নিহত সুমন ও মাসুদ রানা দুজনেই মোবাইল ফোনে ফ্লেক্সিলোড ও সিম বিক্রির ব্যবসা করেন। ব্যবসায়িক বিরোধ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায় মাসুদ রানা সুমনকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যায়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাউছুদ চৌধুরী বলেন, ঘটনার পর পরই মাসুদ পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]