3618

09/23/2024 বুক ভরে শ্বাস নিচ্ছে ইসরায়েল

বুক ভরে শ্বাস নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল ২০২১ ১৭:৫৪

ইসরায়েলের এক খবরের কাগজে শিরোনাম-'ব্রিদিং ফ্রিলি'। কেন হঠাৎ এই স্বাধীন ভাবে শ্বাস নেওয়ার প্রসঙ্গ?

কড়া ভাবে নিয়ম মানা এবং টিকাকরণে চূড়ান্ত সাফল্যই ইসরায়েলকে এনে দিয়েছে স্বাধীন ভাবে শ্বাস নেওয়ার সুযোগ। যদিও এখনও চূড়ান্ত সতর্কতা বজায় রাখা হচ্ছে। কারণ, বাকি পৃথিবী এখনও করোনা কবলিত।

ইসরায়েলে ১৬ বছরের বেশি বয়স হলেই টিকা দেওয়া হচ্ছে। সেই হিসেবে ৮১ শতাংশ ইসরায়েলবাসীরই কোভিড টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গেছে। ইসরায়েলের মোট জনসংখ্যার ৫৩ শতাংশেরও বেশি বাসিন্দার টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। গত বছর ডিসেম্বরে সর্বপ্রথম টিকাকরণ শুরু করেছিল ব্রিটেন। তার পরে টিকাকরণে ছাড়পত্র দেয় আমেরিকা। এর পরেই টিকাকরণ চালু করেছিল ইসরায়েল। পাশাপাশি কড়া করোনাবিধিও তারা বজায় রেখেছে। তাই দেশটি করোনা মোকা বিলায় এত সাফল্য পেয়েছে।

এই মুহূর্তে ইসরায়েলে করোনা-সংক্রমণও যেমন কম, করোনারোগীর সংখ্যাও তেমন কম। ফলে সে দেশের মানুষ এখন মাস্কহীন ভাবে ঘর থেকে বেরিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]