প্রশ্ন: যদি কেউ সূর্যাস্তের এক ঘণ্টা আগে খেয়ে ফেলে। তাহলে তার রোজা হবে কি?
উত্তর: ইসলামের দৃষ্টিতে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলে।
সূর্যাস্তের এক মিনিট আগেও যদি কেউ খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙ্গে যাবে। তবে যদি কেউ সূর্যাস্তের এক ঘণ্টা আগে সূর্যাস্ত হয়েছে মনে করে খেয়ে ফেলে পরবর্তীতে প্রকাশ পায় সূর্যাস্ত হয়নি, তাহলে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে।
পরবর্তীতে রোজাটি কাজা অর্থাৎ পুনরায় পালন করতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে জেনেশুনে সূর্যাস্তের আগে খেয়ে ফেলে তাহলে পরবর্তীতে এই রোজাটি পুনরায় পালন করতে হবে। পাশাপাশি কাফফারাও দিতে হবে।
তথ্যসূত্র: সূরা বাকারা, আয়াত নং-১৮৭, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২২৬
উত্তর দিয়েছেন- মুফতি ইমরানুল বারী সিরাজী, খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান ও সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।