3626

04/04/2025 করোনায় আক্রান্ত চিত্রনায়ক জিৎ

করোনায় আক্রান্ত চিত্রনায়ক জিৎ

বিনোদন ডেস্ক

২০ এপ্রিল ২০২১ ২০:০৪

কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে অন্তর্জালে অভিনেতা নিজেই এই তথ্য জানিয়েছেন।

সামাজিক পাতায় এক বিবৃতিতে জিৎ লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে।’

বার্তা সংস্থা রয়টার্সের খবর, আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয়দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছ এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের।

চিত্রনায়ক জিৎ বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। একাধিক যৌথ প্রযোজনার সিনেমায় জিৎ অভিনয় করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]