3648

04/03/2025 যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারী নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০২১ ১৮:২৫

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ৪ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের চেষ্টা থামাতে গিয়ে এ ঘটনা ঘটে বলে বলছে স্থানীয় পুলিশ।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মেয়েটিকে বেশ কয়েকবার গুলি করার আগে কয়েকজন মিলে তার উপর হামলা চালাচ্ছে। পুলিশ জানায়, ভিডিওতে দেখা গেছে একটি কিশোরী মেয়ে দু’জন নারীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। তখন একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর পরেই গুলি ছোড়ে ওই কিশোরীকে লক্ষ্য করে।

এ ঘটনার পর কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিনথার টুইট করে জানান, "আজ বিকেলে এক যুবতী নারী করুণভাবে প্রাণ হারিয়েছেন। আমরা বিস্তারিত জানি না।তথ্য পেলেই আমরা জানাব।”

জর্জ ফ্লয়েড হত্যা মামলার রায় ঘোষণার কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]